নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “জনগণ যদি নির্বাচনমুখী থাকে, কোনো ষড়যন্ত্র কাজ করবে না। ইতিমধ্যে জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত।”
শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকার গাবতলীতে বীজ ভাণ্ডার পরিদর্শনের সময় তিনি এসব মন্তব্য করেন।
উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম বাজারে সবজির দাম বৃদ্ধির বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে দাম বেড়ে গেছে। তবে এটি শিগগিরই স্বাভাবিক হবে। সরকারের মাধ্যমে আলু কেনা হবে এবং কৃষকরা সঠিক দাম পাবেন।”
এছাড়া, গত বছরের ৫ আগস্টের পর থেকে এখনও উদ্ধার হয়নি লুট হওয়া অনেক অস্ত্র। এ বিষয়ে তিনি বলেন, “নির্বাচনের আগেই সব লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে। এটি চলমান প্রক্রিয়া। শুধু নির্বাচন নয়, সব সময়ের জন্য অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যক্রম চালাচ্ছে। সীমান্ত নিরাপত্তাও আগের চেয়ে অনেক বেশি কড়া করা হয়েছে।”