নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিজিবিকে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সকল প্রস্তুতি নিতে হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পিলখানার বিজিবি সদর দপ্তরে আয়োজিত ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিজিবির খেতাবপ্রাপ্ত সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে উৎসবমুখর করা বিজিবির মূল দায়িত্ব। দেশের মানুষ যেন একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপভোগ করতে পারে, সে জন্য সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি সীমান্ত রক্ষার পাশাপাশি বলেন, মাদক ও চোরাকারবারি রোধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সীমান্তের নিরাপত্তা ও দেশীয় পণ্যের অবৈধ পাচার রোধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এছাড়া আন্ডার কমান্ডের কল্যাণ ও সদস্যদের সমস্যার দ্রুত সমাধানের ওপরও জোর দেন।
বিজিবির গৌরবময় ভূমিকা স্মরণ করে তিনি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কাজে দেশের জন্য অনন্য অবদান রাখছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
উল্লেখ্য, বিজিবি দিবস-২০২৫ মূলত ১৮ ডিসেম্বর পালন করা হয়, তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শাহাদতবরণের কারণে ২৯ ডিসেম্বর পুনরায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।