বিনোদন ডেস্ক:
অভিনেতা স্বাধীন খসরু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ভিডিওতে আপত্তিকর মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে বিতর্কের জেরে অবশেষে নিজের বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘অনুশোচনা’ শিরোনামে দেওয়া এক পোস্টে স্বাধীন খসরু লিখেছেন, “এখানে কোনো নারী কেন, নারী-পুরুষ বলে কোনো কথা নয়—সমগ্র মানবজাতিকেই আমি সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র উদ্দেশ্য আমার ছিল না। এটি ছিল কেবল সাম্প্রতিক কিছু ঘটনার কারণে জমে ওঠা ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ।”
তিনি আরও যোগ করেন, “আমার কথায় যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। মানুষ এবং মানবতার জয় হোক।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার সেই ভিডিওটি প্রকাশিত হয়। ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের একজন নারী উপদেষ্টাকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
তাদের মতে, একজন শিল্পীর কাছ থেকে এমন অশালীন মন্তব্য কখনোই প্রত্যাশিত নয়। ফলে সমালোচনার ঝড় উঠলেও, স্বাধীন খসরুর প্রকাশ্য ক্ষমা প্রার্থনাকে অনেকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।