September 11, 2025, 8:20 am
Headline :
নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠক আজ, জেন-জি প্রস্তাব করল সুশীলা কারকির নাম কাতারের পর এবার ইয়েমেনে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৫ বাংলাদেশ–শ্রীলঙ্কার পর নেপাল: প্রতিবেশীর অস্থিরতায় উদ্বিগ্ন দিল্লি হেলিকপ্টারের দড়ি আঁকড়ে পালালেন নেপালের মন্ত্রীরা আন্দোলন হাইজ্যাক হয়েছে, দাবি নেপালের তরুণদের নেপালে আটক বাংলাদেশিরা নিরাপদ, পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন কুড়িগ্রামে বিজিবির অভিযান: ৭ দিনে ২ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ ইসরায়েলের সঙ্গে সব ধরণের বাণিজ্য ও আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ নিয়ে মতামত দিল বিএনপি ও ২৩ রাজনৈতিক দল

জুলাই সনদ নিয়ে মতামত দিল বিএনপি ও ২৩ রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রণীত জুলাই সনদের খসড়া পর্যালোচনা শেষে মতামত জমা দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২৩টি রাজনৈতিক দল। তবে নির্ধারিত সময়ে সাতটি দল কোনো মতামত দেয়নি।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে ১৬ আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া প্রস্তাব পাঠানো হয় এবং ২০ আগস্টের মধ্যে মতামত চাওয়া হয়। পরবর্তীতে রাজনৈতিক দলের অনুরোধে সময় বাড়িয়ে ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত করা হয়।

মতামত দেওয়া দলগুলোর মধ্যে রয়েছে—বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এলডিপি, খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জেএসডি, বাসদ, গণসংহতি আন্দোলন, গণফোরামসহ বিভিন্ন জাতীয় ও ইসলামী দল।

অন্যদিকে মতামত না দেওয়া সাতটি দল হলো নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, সিপিবি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট।

খসড়া প্রস্তাবে বলা হয়েছে, জুলাই সনদের বিধান ও সুপারিশ সাংবিধানিকভাবে বলবৎ থাকবে এবং এ বিষয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। একইসঙ্গে যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো জাতীয় নির্বাচন হওয়ার আগেই কার্যকর করতে হবে। তবে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়নি, সেগুলো নোট অব ডিসেন্ট আকারে সনদে যুক্ত থাকবে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার আর সময় বাড়ানো হবে না এবং প্রাপ্ত মতামতের ভিত্তিতেই জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page