বিনোদন ডেস্ক :
অস্কারের শর্টলিস্টে নাম লিখিয়ে ভারতীয় সিনেমার গৌরব বাড়ানো ‘হোমবাউন্ড’-কে এবার আইনি ঝুঁকিতে পড়তে হলো। বলিউড প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা ও নেটফ্লিক্সের বিরুদ্ধে সরাসরি গল্প চুরির অভিযোগ তুলেছেন সাংবাদিক ও লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালা।
পূজা দাবি করেছেন, ২০২১ সালে প্রকাশিত তার উপন্যাস ‘হোমবাউন্ড’-এর চরিত্র ও প্লট অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। করোনার সময় ভারতের পরিযায়ী শ্রমিকদের সংগ্রামের প্রেক্ষাপটে লেখা তার এই উপন্যাসের গল্পের সঙ্গে সিনেমার অনেক অংশের মিল ‘হুবহু’, যা দেখে তিনি হতবাক হয়েছেন।
গত ১৫ অক্টোবর পূজা ছাঙ্গোইওয়ালা ধর্মা প্রোডাকশন ও নেটফ্লিক্সকে আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, তার সৃজনশীল কাজের অনুমতি ছাড়া ব্যবহার মেধাস্বত্ব আইনের লঙ্ঘন।
করন জোহরের প্রযোজনা সংস্থা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সূত্র জানিয়েছে, তারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আইনি পথে এই বিষয় মোকাবিলা করতে প্রস্তুত।