জেডটিভি বাংলা ডেস্ক :
ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে মোদি সরকার কেন বাংলাদেশ নিয়ে মন্তব্য করছে না, সেই প্রশ্নের জবাব দিলেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
তিনি বলেছেন, “ছাত্র-জনতার আন্দোলনের পর ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। এরপর থেকে দুই দেশের সম্পর্ক তেমন ভালো যাচ্ছে না। বিশেষ করে হাদিকে হত্যা করে আসামি ফয়সাল ভারতের পথে পালানোর খবর ছড়িয়ে পড়ার পর সম্পর্ক আরও টানাপড়েনপূর্ণ হয়েছে।”
সেলিমের দাবি, মোদি সরকার যুক্তরাষ্ট্রের নির্দেশনা বা ইঙ্গিতের অপেক্ষায় থাকার কারণে বাংলাদেশ নিয়ে এখন কোনো মন্তব্য করছে না। “আগে মোদি বাংলাদেশ নিয়ে কথা বলতেন, এখন চুপ থাকছেন। কারণ যুক্তরাষ্ট্র নির্দেশ দিয়েছে এবং ভারতের লক্ষ্য হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করা।”
রাজনৈতিক মহলে এই মন্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।