নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, এপিবিএন, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে এলাকায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য কাজ করছে। পুরো এলাকা রয়েছে এসএসএফের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে। কোনো ধরনের অঘটন এড়াতে রাখা হয়েছে কড়া নজরদারি।
জানাজা কেন্দ্র করে আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই পথে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জানাজায় অংশ নিতে আসা মানুষকে আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে ঘুরে খেজুরবাগান মাঠে যেতে অনুরোধ করা হচ্ছে। মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে; আশপাশের ভবনগুলোতেও সেনাবাহিনী ও পুলিশের তৎপর নজরদারি চলছে।
দীর্ঘদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। গতকাল সকালে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরদেহ প্রথমে হাসপাতালেই রাখা হয়। আজ (বুধবার) সকাল ৯টার একটু আগে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। পরে তা নেওয়া হয় গুলশানে তারেক রহমানের বাসভবনে, সেখান থেকে জানাজার জন্য মানিক মিয়া এভিনিউয়ে আনা হয়।