নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে তারা তারেক রহমানের কাছে পৃথকভাবে শোকবার্তা হস্তান্তর করেন। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে দুই দেশের প্রতিনিধিরা বাংলাদেশের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ইন্তেকাল করেন। এ খবর পৌঁছার পর শোক প্রকাশ করতে ঢাকায় আসেন নেপাল ও ভুটানের এই দুই মন্ত্রী।