January 5, 2026, 7:37 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষে তার কফিন কাঁধে নেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। একই সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ আরও অনেকে কফিন বহনে অংশ নেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে এমন দৃশ্য দেখা যায়। আপসহীন এই নেত্রীকে শেষ বিদায়ের মুহূর্তটি লাখো মানুষের শোককে আরও গভীর করে তোলে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেকের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকরা অংশ নেন।

জানাজা শুরুর আগে স্মৃতিচারণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সবার কাছে তার মায়ের জন্য দোয়া কামনা করেন এবং জীবদ্দশায় কোনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন।

সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমবেত হতে থাকেন। জানাজার স্থলে জায়গা না পেয়ে খামারবাড়ি, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার ও ধানমন্ডি পর্যন্ত ছড়িয়ে পড়ে জনস্রোত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *