নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রিয় কমিটি সাধারন সম্পাদক লায়ন মনসুর আহম্মেদ মুন্না।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) লায়ন মনসুর আহম্মেদ মুন্না এক বার্তায় বলেন, “৮০-এর দশকে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে, বিশেষ করে ৯০ ও ২৪-এর গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা ও আপসহীন নেতৃত্ব দেশবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন,“শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র, ভোটাধিকারের প্রতিপালন এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শ ও ২৪-এর গণঅভ্যুত্থানের গণআকাঙ্খা পূরণের লক্ষ্যে বিএনপির সব নেতাকর্মী ও দেশবাসীর প্রতি এই সংগ্রামে অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”