নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জি. এম. সুমন মুন্সী ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জি. এম. সুমন মুন্সী এক বার্তায় বলেন, “৮০-এর দশকে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে, বিশেষ করে ৯০ ও ২৪-এর গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা ও আপসহীন নেতৃত্ব দেশবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন,“শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র, ভোটাধিকারের প্রতিপালন এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শ ও ২৪-এর গণঅভ্যুত্থানের গণআকাঙ্খা পূরণের লক্ষ্যে বিএনপির সব নেতাকর্মী ও দেশবাসীর প্রতি এই সংগ্রামে অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”