নিজস্ব প্রতিবেদক :
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সোমবার নির্দেশ দিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় যে কোনো পরিস্থিতিতেই আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচন সংক্রান্ত কোনো বিশৃঙ্খলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি আরও বলেন, প্রাক-নির্বাচনী সময়ে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়ানো হবে এবং চেকপোস্ট ও টহল জোরদার করা হবে। তিনি প্রত্যেক পুলিশ কর্মকর্তা কে নির্দেশ দেন, পুলিশি কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করলে দোষীদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে হবে।
আইজিপি আরও নির্দেশ দিয়েছেন, থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে এবং সরকারের ঘোষিত পুরস্কারের ব্যাপক প্রচার চালাতে।
সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান প্রমুখ।
সভায় নভেম্বর ২০২৫ মাসের অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।