January 7, 2026, 11:04 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

দুবাইয়ে গ্লোব সকারে বর্ষসেরা দেম্বেলে

স্পোর্টস ডেস্ক :

২০২৫ সালটি উসমান দেম্বেলের জন্য স্বপ্নের মতোই কাটছে। পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতাতে বড় অবদান রাখার পর তিনি জিতেছেন ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। বছর শেষে দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসেও দেম্বেলে জিতলেন ‘সেরা পুরুষ খেলোয়াড়’-এর খেতাব।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত এবারের আসরে তারকাদের ভিড় জমলেও সেরা নির্বাচিত হন দেম্বেলে। গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোলের পাশাপাশি লিগ ওয়ান, ফরাসি কাপসহ একাধিক শিরোপা জেতান তিনি। কিলিয়ান এমবাপে, রাফিনহা ও লামিনে ইয়ামালকে পেছনে ফেলেই এগিয়ে থাকেন এই ফরাসি তারকা।

এবারও দেম্বেলের কাছে পরাজিত হন বার্সেলোনার ১৮ বছরের প্রতিভা লামিনে ইয়ামাল। তবে খালি হাতে ফিরতে হয়নি তাকে। পেয়েছেন দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার— ‘সেরা ফরোয়ার্ড’ ও ডিয়েগো ম্যারাডোনা অ্যাওয়ার্ড, যা ফুটবলে অসাধারণ দক্ষতা ও প্রতিভার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আল-নাসরের ক্রিশ্চিয়ানো রোনালদো। ৯৫৬ গোলের মালিক এই পর্তুগিজ তারকা মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিলেন নতুন লক্ষ্য—“আমি এক হাজার গোল করবই, যদি ইনজুরিতে না পড়ি।”
রিয়াদ মাহরেজ ও করিম বেনজেমাকে পেছনে ফেলেই এ বিভাগে শিরোপা জেতেন সিআরসেভেন।

২০২৫ গ্লোব সকার অ্যাওয়ার্ডস: অন্যান্য বিজয়ী

সেরা উদীয়মান খেলোয়াড়: দেজিরে দুয়ে (পিএসজি)

সেরা ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল (বার্সেলোনা)

সেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)

মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়: ক্রিশ্চিয়ানো রোনালদো (আল-নাসর)

সেরা ক্লাব: প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *