নিজস্ব প্রতিবেদক :
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র দেশের মধ্যে প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পরে সাংবাদিকদের তিনি জানান, “দু-চারটি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলব না, ঢুকছে এবং ধরাও হচ্ছে। প্রতিদিন একটা-দুটা করে ধরা হচ্ছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য নির্বাচনে মোতায়েন থাকবে।
কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ ও অন্যান্য অপকর্মের প্রসঙ্গেও তিনি বলেন, যারা অপকর্ম করছে তারা পলাতক, তবে সহযোগীকে ইতোমধ্যেই ধরা হয়েছে। পলাতকদের ধরার চেষ্টা চলছে।
নির্বাচন সুষ্ঠু হবে কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফ্যাসিস্টরা সব সময় বাধা দেওয়ার চেষ্টা করবে। তবে জনগণ ও সংস্থার সহযোগিতা থাকলে নির্বাচন হবে সুষ্ঠু ও উৎসবমুখর। এখন কোনো শঙ্কা নেই।”