January 7, 2026, 11:04 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

চোটের শঙ্কা নিয়েও বিশ্বকাপ দলে কামিন্স–হ্যাজেলউড–ডেভিড

স্পোর্টস ডেস্ক :

টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে চোট নিয়ে জায়গা পাচ্ছেন অস্ট্রেলিয়ার তিন তারকা—প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিড। তবে কামিন্স খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে আগামী চার সপ্তাহের মধ্যে করানো পিঠের নতুন স্ক্যানের ওপর।

জুলাইয়ে পিঠে চোট পাওয়ার পর থেকে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কামিন্স। অল্প প্রস্তুতি নিয়েও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে দুর্দান্ত বোলিং করেন তিনি। কিন্তু ঝুঁকি এড়াতে সিরিজের বাকি দুই ম্যাচে তাকে বিশ্রাম দেয় দল।

আইসিসি নির্ধারিত সময় অনুযায়ী ২ জানুয়ারি ১৫ সদস্যের দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন—কামিন্স থাকছেন দলে, কিন্তু তার আসল অবস্থা জানা যাবে প্রতিযোগিতা শুরুর কাছাকাছি সময়ে। গত টি–টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে আর খেলেননি তিনি।

হ্যাজেলউডও ইনজুরির ধকল সামলে ফিরছেন। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিসের চোটে অ্যাশেজ মিস করলেও বিশ্বকাপের আগেই মাঠে ফিরবেন বলে আশাবাদী কোচ। ইতোমধ্যে বোলিং শুরু করেছেন এই পেসার।

বিগ ব্যাশে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া টিম ডেভিড নিয়েও আশাবাদী ম্যানেজমেন্ট। স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পর তার ইনজুরির প্রকৃতি নিশ্চিত হবে। তবু ম্যাকডোনাল্ড মনে করেন—বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন মিডল–অর্ডারের এই নির্ভরতা।

আগামী ১১ ফেব্রুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। ১৬ ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তুলনামূলক বড় লড়াইয়ের আগে সময় পাওয়া যাবে চোট পাওয়া ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়ার।

এদিকে বিবিএলে পারফরম্যান্স কিংবা নতুন ইনজুরির কারণে প্রাথমিক দলে পরিবর্তনের সুযোগ থাকবে এখনও। প্রস্তুতি হিসেবে জানুয়ারির শেষে পাকিস্তানে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া—এই সফরের দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা সম্ভবত বিবিএলের শেষ দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *