নিজস্ব প্রতিবেদক :
চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্য ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে আজ (সোমবার)। তবে, কোনো কারণে খালেদা জিয়া নিজে নির্বাচনে অংশ নিতে না পারলে বিকল্প প্রার্থী রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
ফেনী-১: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন জমা দেবেন। এছাড়া, নিজের জন্যও মনোনয়ন সংগ্রহ করেছেন।
বগুড়া-৭: উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোরশেদ আলম খালেদা জিয়ার সমর্থক হিসেবে মনোনয়ন জমা দিচ্ছেন।
দিনাজপুর-৩: সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এবং অবস্থা সংকটাপন্ন।
এক কর্মকর্তা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি; তাই বিকল্প প্রার্থী রাখা হয়েছে।
এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।