নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নেতাদের পদত্যাগের ধারা অব্যাহত রয়েছে। সর্বশেষ দলটির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী এবং মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন।
রবিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার কথা জানান। রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত—এ কথা উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে আজাদ খান লেখেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এনসিপিতে যুক্ত হলেও বাস্তবে তিনি সেই আদর্শের ধারাবাহিকতা দেখতে পাননি। গণমানুষের প্রতি দায়বদ্ধতা, ত্যাগ এবং নতুন রাজনৈতিক কাঠামো গড়ার ক্ষেত্রে দলের ব্যর্থতার কথা উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, মহান মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনের চেতনা এবং মওলানা ভাসানীর আদর্শকে সামনে রেখে এগোতেই তিনি এনসিপির সঙ্গে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দলটির সাফল্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য শুভকামনাও জানান তিনি।
দলীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ সেপ্টেম্বর কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পান আজাদ খান ভাসানী।
এর আগে এনসিপির একাধিক কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের নেতা পদত্যাগ করেছেন। জামায়াতে ইসলামের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত ঘিরে দলের ভেতরে ক্ষোভ আরও বেড়েছে বলেও জানা গেছে। ধারাবাহিক পদত্যাগে এনসিপির অভ্যন্তরীণ সংহতি ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।