জেডটিভি বাংলা ডেস্ক :
বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গলাচিপা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নুরকে বিজয়ী করতে কাজ করার অঙ্গীকার করেন।
নুরুল হক নুর বলেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ভেসে বেড়াচ্ছে। গণঅধিকার পরিষদের সঙ্গে দুইটি আসনে সমঝোতা হয়নি— এমন প্রচার ঠিক নয়। সময়মতো বিএনপি কিভাবে মূল্যায়ন করে, তা সবার সামনে পরিষ্কার হবে। “তারেক রহমান কথা দিলে কথা রাখেন— আমাদের মধ্যে যে কমিটমেন্ট হয়েছে, তা প্রকাশ্যে বলার সময় এখনো আসেনি,” বলেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে— এতে রাষ্ট্র বড় সংকটে পড়তে পারে।
হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে নুর বলেন, “আমাদের আন্দোলনের সাহসী কর্মী ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জনগণের মাঝে তীব্র ক্ষোভ তৈরি হয় এবং সেই উত্তেজনার রেশে শীর্ষ দুটি গণমাধ্যম কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।”
তিনি মনে করেন, শুধু নির্বাচন হলেই সংকটের সমাধান হবে না। যুগপৎ আন্দোলনে ওঠা ৩১ দফা রাষ্ট্রসংস্কারের কর্মসূচি আগামী পাঁচ বছরে একটি স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। লক্ষ্য হবে— উন্নয়ন, নাগরিকের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নিরাপদ বিনিয়োগ–বান্ধব দেশ হিসেবে উপস্থাপন করা।
“আমার ব্যক্তিগত প্রাপ্তি বা দল কত আসন পেল— তা মুখ্য নয়,” বলেন নুর। “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, এবং দেশের মানুষের স্বার্থই আমাদের প্রধান অগ্রাধিকার। তাই বৃহত্তর জাতীয় স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি— আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতেই হবে।”