নিজস্ব প্রতিবেদক :
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
রোববার সকাল ১০টা ৩৫ মিনিটে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকার ও সুপ্রিম কোর্টের শীর্ষ পর্যায়ের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, আইনজীবী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালতের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।