নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমন্বয়ের অংশ হিসেবে ঢাকা-১৭ আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শরিক দল বিজেপির (বাংলাদেশ জাতীয় পার্টি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থর জন্য ছেড়ে দিয়েছিল।
তবে রোববার (২৮ ডিসেম্বর) ওই আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে ইতোমধ্যে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে।
ঢাকা-১৭ আসনে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালালেও তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পার্থ মনোনয়ন ফরম সংগ্রহ না করার কথা জানান। ঢাকা পোস্টকে তিনি বলেন,
‘ঢাকা-১৭ আসনের বেস্ট প্রার্থী তারেক ভাই। তার সম্মানের কারণেই আমি এখানে মনোনয়ন ফরম নেইনি।’
তিনি আরও জানান, ভোলা-১ আসন থেকে ইতোমধ্যে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। জানা গেছে, ভোলা-১ আসনটিও পার্থর জন্য ছেড়ে দিয়েছে বিএনপি এবং সেখানে দলটি আর কোনো প্রার্থী দেয়নি।