নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে আরও দুটি রাজনৈতিক দল যুক্ত হয়েছে। নতুন অন্তর্ভুক্ত দুটি দল হলো– কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আট দলীয় জোটের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে নতুন যোগ হওয়া দুই দলের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তবে এনসিপির কোনো প্রতিনিধি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
জমায়াতের আমির বলেন, “এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের বৈঠক হয়েছে। তারা আমাদের সঙ্গে এই সমঝোতা বা জোটে যুক্ত হয়েছেন। তারা আজ রাতের মধ্যে বিষয়টি নিজস্ব সংবাদ মাধ্যমে ঘোষণা দেবেন।”
জোটে অন্তর্ভুক্ত দলগুলোর আসন বণ্টন চূড়ান্ত হওয়ার বিষয়ে শফিকুর রহমান জানান, “আমরা ৩০০ আসনে আমাদের মধ্যে আলোচনা-সমঝোতার মাধ্যমে আসন বণ্টন প্রায় সম্পন্ন করেছি। দুই দল এই মুহূর্তে যোগ হওয়ায় তাদের আসন নির্ধারণ পরে করা হবে। কিছু ছোটখাটো বিষয় আছে, আশা করি মনোনয়ন ফাইল করার পর দ্রুত সমাধান হবে।”
শফিকুর রহমান আরও বলেন, “সুষ্ঠু ভোট নিশ্চিত করতে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য জাতিকে দীর্ঘস্থায়ী মুক্তি ও শান্তির পথে এগিয়ে নেওয়া। যুবসমাজের প্রত্যাশা পূরণ করা এখন আমাদের দায়িত্ব।”
এর আগে এই জোটে থাকা আট দল হলো: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।