January 7, 2026, 11:04 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

৬০ বছরে দাঁড়িয়ে কত সম্পদের মালিক সালমান খান?

বিনোদন ডেস্ক :

বলিউডে তিনি একদিকে ‘ব্যাচেলর’ ইমেজ, অন্যদিকে তিন দশকের ক্যারিয়ারে সুপারহিটের পর সুপারহিট। কখনও ‘প্রেম’, কখনও ‘রাধে’, আবার কখনও ‘টাইগার’—প্রতিটি রূপেই দর্শকের হৃদয় জয় করেছেন সালমান খান। আজ (২৭ ডিসেম্বর) ৬০তম জন্মদিন পালন করছেন জনপ্রিয় এই তারকা। বয়সের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা যেমন কমেনি, তেমনি আকাশচুম্বী হয়েছে তার সম্পদের পরিমাণও। খবর অনুযায়ী, বর্তমানে সালমান খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৯০০ কোটি টাকা। তার এই বিপুল সাম্রাজ্যে রয়েছে বাড়ি, খামারবাড়ি, বিলাসবহুল গাড়ি, ইয়টসহ আরও অনেক কিছু।

বান্দ্রার সেই বিখ্যাত ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’

সালমান খানের সম্পদের তালিকার শীর্ষে রয়েছে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’। পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে এখানেই থাকেন তিনি। দোতলা এই ভবনের নিচতলায় থাকেন সালমান, আর ওপরের তলায় তার বাবা-মা। বাড়িটির বাজারমূল্য বর্তমানে প্রায় ১০০ কোটি টাকা। নিরাপত্তাজনিত কারণে এখানে বসানো হয়েছে বিশেষ বুলেটপ্রুফ কাঁচও।

মুম্বাইয়ের কোলাহল থেকে দূরে সময় কাটাতে সালমান নিয়মিত যান পানভেলের খামারবাড়িতে। বোন অর্পিতার নামে নাম রাখা হয়েছে — ‘অর্পিতা ফার্মস’।১৫০ একর জমির ওপর নির্মিত এই খামারবাড়িতে রয়েছে সুইমিং পুল, পশুখামার ও চাষের বিস্তীর্ণ জমি। অবসরে এখানে কৃষিকাজও করেন তিনি। খামারবাড়িটির মূল্য প্রায় ৮০ কোটি টাকা। এছাড়া মুম্বাইয়ের কার্টার রোড, ওরলি এবং দুবাইয়েও রয়েছে তার একাধিক বিলাসবহুল আবাসন।

সাগরে নিজস্ব ইয়ট, গ্যারেজে সারি সারি দামি গাড়ি

রাজকীয় জীবনযাপনেই যেন অভ্যস্ত সালমান খান। নিজের ৫০তম জন্মদিনে তিনি প্রায় ৩ কোটি টাকা খরচ করে কিনেছিলেন ব্যক্তিগত ইয়ট। বন্ধুবান্ধবকে নিয়ে সেখানে নিয়মিত পার্টিও করেন তিনি। তার গ্যারেজে রয়েছে অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জসহ একাধিক দৃষ্টিনন্দন গাড়ি।

বর্তমানে সিনেমাপ্রতি সালমান খান ১০০ থেকে ১৫০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। এ ছাড়া জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে প্রতি বছর আয় করেন বড় অঙ্কের অর্থ। নামী সব ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখও তিনি। তবে বিলাসিতার পাশাপাশি মানবসেবায়ও বড় হৃদয়ের পরিচয় দিয়েছেন এই অভিনেতা। তার প্রতিষ্ঠিত সংস্থা ‘বিয়িং হিউম্যান’ চিকিৎসা ও শিক্ষার মতো সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *