নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনার আয়োজনের স্থান পূর্বাচল ৩০০ ফিট এলাকায় পরিবেশকে আরও প্রাণবন্ত করতে ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় রোপণ করেছে দলটি।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা পিকআপে থাকা গাছগুলো দিয়ে সড়কের দুই পাশে পুনরায় রোপণ কার্যক্রম শুরু করেন। এ সময় বাংলাদেশ ব্যানার টানানো হয়।
গত ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার পর ওই এলাকায় লাখো নেতাকর্মী সমবেত হয়। সেই গণসংবর্ধনা ও জনসমাগমের কারণে জমে থাকা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় রোপণের ঘোষণা দেন এবং তা কার্যকর করা হয়।