নিজস্ব প্রতিবেদক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বেলা ১১টা ১৬ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে পৌঁছে ফাতেহা পাঠ ও দোয়া করেন। কিছু সময় অবস্থান শেষে এলাকা ত্যাগ করেন তিনি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হতে সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন তারেক রহমান। এরপর ধানমন্ডিতে শ্বশুরবাড়িতে এবং পরে এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মাকে দেখার কথা রয়েছে তার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।