নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা ১৬ মিনিটের দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত সমাধিস্থলে পৌঁছান।
কবর জিয়ারত শেষে কিছু সময় সেখানে অবস্থান করেন তিনি। পরে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে তার বাসা থেকে রওনা দেন তারেক রহমান।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলটির শীর্ষ নেতারা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কবর জিয়ারতের পর নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হওয়ার জন্য আবেদন করবেন তারেক রহমান। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের দিন পূর্বাচলের গণসংবর্ধনায় বক্তব্য দেওয়ার পর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নেন।

দলীয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের কার্যক্রম শেষ করে তিনি ধানমন্ডিতে শ্বশুরবাড়িতে যাবেন এবং পরে আবার এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।