স্পোর্টস ডেস্ক :
গত মৌসুমে লিভারপুলের প্রাণভোমরা ছিলেন মোহাম্মদ সালাহ। একের পর এক গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন তিনি। লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগে পুনরুদ্ধারের জন্যও নিজের ফর্ম ধরে রাখার প্রত্যাশা ছিল মিসরীয় এই ফরোয়ার্ডের।
কিন্তু চলতি মৌসুমে শুরু থেকেই খেলার সুযোগ পাচ্ছেন না সালাহ। চ্যাম্পিয়ন্স লিগের ইন্টার মিলানের ম্যাচেও দলবদল হয়নি। এরপর থেকেই ফুটবল বিশ্বে বিতর্কের জন্ম হয়, লিভারপুল বস আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সালাহ নিজেই প্রকাশ্যে বলেন,
“আগে আমাদের ভালো সম্পর্ক ছিল, হঠাৎ সবকিছু বদলে গেছে। ৯০ মিনিট ধরে বেঞ্চে বসানো হয়, কেউ আমাকে দায়িত্বশীল মনে করছে না। মনে হচ্ছে আমাকে বলির পাঠা বানানো হয়েছে।”
এই বিতর্কের মাঝেই ৩৩ বছর বয়সী সালাহ প্রমাণ করে দিয়েছেন যে, তার ফুটবল জীবন ফুরিয়ে যায়নি। জাতীয় দলের জার্সিতে গোল করে তিনি আফ্রিকা কাপ অব নেশন্সে মিসরের জয় নিশ্চিত করছেন।
টুর্নামেন্টে মিসরের দুই ম্যাচের ফলাফল যথেষ্ট শক্তিশালী। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমে দল পিছিয়ে পড়লেও যোগ করা সময়ে গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন সালাহ। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ১০ জনের দলে লাল কার্ডে একজন বাদ পড়ার পরও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিসরের ফুটবলের রাজা।
ফলে, সালাহর ফর্ম নিয়ে বিতর্ক থাকলেও মাঠে প্রমাণ দিয়েছেন তিনি এখনও মিসরের জন্য অপরিহার্য। লিভারপুল বা জাতীয় দলে, গোলের মাধ্যমে সালাহ নিজের মান বজায় রাখছেন।