নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর এবার ভোটার তালিকায় নাম লেখাতে নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার হিসেবে নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন তিনি।
শনিবার দুপুর ১টা ১ মিনিটে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে পৌঁছান তারেক রহমান। ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যমান আইন অনুযায়ী তার ভোটার হতে কোনও আইনি বাধা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুসারে যেকোনো যোগ্য নাগরিককে যেকোনো সময় তালিকাভুক্ত করার ক্ষমতা কমিশনের রয়েছে।
এ কারণে সাধারণ নাগরিকদের মতোই তারেক রহমানের ক্ষেত্রেও প্রচলিত নিয়মে তথ্য যাচাই, ছবি তোলা এবং আঙুলের ছাপ নেওয়াসহ সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ইসি।
তারেক রহমানের সঙ্গে এসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসিতে আসার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তারেক রহমান। ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন হলে নির্বাচনী কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি।