নিজস্ব প্রতিবেদক :
জুলাই মাসের গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাওয়ার কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তবে হাসপাতালে ওই সময় সংশ্লিষ্ট কোনো আহত রোগী ভর্তি না থাকায় শেষ মুহূর্তে এ কর্মসূচি বাতিল করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, হাসপাতালে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আহত কোনো রোগী না থাকায় কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সকাল ১১টা ১৬ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে শহীদ হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। কিছুক্ষণ অবস্থান শেষে তিনি সেখান থেকে ঢাবি ত্যাগ করেন।
বিএনপি জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের পক্ষে নির্বাচনি কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচন কমিশনে যাবেন তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রার্থী।
দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান। দেশে ফেরার পর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় দলীয় সংবর্ধনায় বক্তব্য দেন এবং পরে এভার কেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখেন।