বিনোদন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস প্রায় দুই বছরের বিরতি ভেঙে আবারও বড়পর্দায় ফিরছেন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় তৈরি ‘দুর্বার’ নামের থ্রিলার সিনেমায় তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। নতুন এই সিনেমায় অপুর সহশিল্পী হয়েছেন অভিনেতা সজল।
অপু বিশ্বাস জানিয়েছেন, শুটিং এখন দ্রুতগতিতে এগোচ্ছে এবং ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সিনেমায় তাকে একেবারে নতুন রূপে দেখা যাবে। তিনি বলেন, “সিনেমায় অনেক চমক রয়েছে। দর্শকরা একটি শক্তিশালী গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন। এই সিনেমায় আমাকে দেখা যাবে দুর্বার গতিতে।”
সজলকে নিয়ে অপু বিশ্বাস বলেন, “সজল ভাই ভীষণ বিনয়ী এবং অসাধারণ অভিনেতা। আমি নিজে ওনার অভিনয়ের ভক্ত। আমাদের কাজের অভিজ্ঞতা দারুণ, দর্শকরা আমাদের রসায়ন পছন্দ করবেন।” নায়িকা সজলকে নিজের ড্রিম হিরো হিসেবেও অভিহিত করেছেন।
দীর্ঘ বিরতির কারণ জানাতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “ভালো কাজের জন্য আমি সময় নিয়েছি। দেরি হলেও কোনো আক্ষেপ নেই। যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা তৈরি হচ্ছে।”