নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান রাজধানীর গুলশানের একটি ঠিকানায় ভোটার হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।
ভোটার নিবন্ধনে তাদের স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে – বাসা নম্বর এন ই-ডি৩/বি, ওয়ার্ড ১৯, গুলশান অ্যাভিনিউ, পোস্ট কোড ১২১২। বর্তমানে তারা ধানমণ্ডি ১৫ নম্বরে ধানমণ্ডি আবাসিক এলাকার একটি বাসা থেকে ভোট দানের জন্য নিবন্ধিত হয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তারেক ও জাইমা রহমান ঢাকা-১৭ আসনের আওতাধীন গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এর আগে তারেকের স্ত্রী ডা. জুবাইদা রহমানও গুলশান-২, ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছিলেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোনো আইনগত জটিলতা নেই।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর ৩ মাস নির্বাসনের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকে তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।