স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে মাঠে নামার ঠিক আগমুহূর্তে দুঃসংবাদের মুখে পড়ল ঢাকা ক্যাপিটালস। দলের সহকারী কোচ মাহবুব আলি জাকি আর নেই—অনুশীলনের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শনিবার ম্যাচের আগে ক্রিকেটারদের নিয়ে ওয়ার্ম-আপ করাচ্ছিলেন জাকি। এ সময় আচমকা পড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি এই অভিজ্ঞ কোচকে।
হঠাৎ এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন বর্তমান-সাবেক অনেক ক্রিকেটার।
বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন—পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই জাকিকে চেনেন এবং তার সঙ্গে কাটানো স্মৃতিগুলো সবসময় মনে থাকবে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করেন তিনি।
অন্য সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন—বাংলাদেশে বোলিং বায়োমেকানিক্স সবচেয়ে ভালো বুঝতেন জাকি। প্রিয় মাঠ থেকেই তার বিদায় “বেদনাদায়ক” বলেও শোক প্রকাশ করেন তিনি।
অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে থাকা লেগ-স্পিনার রিশাদ হোসেন জাকির প্রতি স্মৃতিচারণ করে লিখেছেন—অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে তার ছিল আলাদা সম্পর্ক। আরেক পেসার শরিফুল ইসলাম জানান, বয়সভিত্তিক দল থেকেই জাকির কাছ থেকে শিখেছেন অনেক কিছু; তার মৃত্যু এখনো বিশ্বাস করতে পারছেন না।
বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে বয়সভিত্তিক ও ফ্র্যাঞ্চাইজি দলে কাজ করা মাহবুব আলি জাকির মৃত্যুতে সর্বত্র শোকের আবহ। সহকর্মী-শিষ্যরা প্রয়াত কোচের আত্মার মাগফিরাত ও শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।