নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর মিসাইল ফায়ারিং মহড়া পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সব ধরনের নৌযান চলাচল না করার অনুরোধ জানানো হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, নির্ধারিত সময়ে মিসাইল ফায়ারিং কার্যক্রম চালানো হবে। মহড়ার সময় দুর্ঘটনা এড়াতে সব নৌযান, মাছ ধরার ট্রলার ও ফিশিং বোটকে উক্ত সমুদ্রসীমা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়।
আইএসপিআর জানিয়েছে, জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কবার্তাটি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।