নিজস্ব প্রতিবেদক :
ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আজ নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে রাজধানীর আগারগাঁও এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায়, ইসি ভবন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রধান ফটকসহ বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে ব্যারিকেড; যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভবনে প্রবেশের আগে আগতদের পরিচয়পত্র একাধিকবার যাচাই এবং তল্লাশি শেষে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। পাশাপাশি সচিবালয়ের আশপাশেও টহল জোরদার রয়েছে।
ইসি সূত্র জানায়, তারেক রহমান ভোটার তালিকায় নাম তুলতে কোনো আইনি বাধার মুখে পড়বেন না। আইন অনুযায়ী কমিশন যোগ্য যে কাউকে যেকোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। অন্যদের মতোই তার ক্ষেত্রে তথ্য যাচাই, ছবি তোলা এবং আঙুলের ছাপসহ সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার দিন তিনি পূর্বাচলে দলের আয়োজিত সংবর্ধনায় যোগ দেন এবং পরে মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন তিনি।