নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রস্তুত করা সংবর্ধনা মঞ্চের দিকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১টা ২২ মিনিটে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তার গাড়িবহর কাওলা বাস স্ট্যান্ড এলাকা অতিক্রম করে ৩০০ ফিটের পথে এগোতে থাকে।
এর আগে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে বিশেষ সংবর্ধনা মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হয়েছে বলে জানা গেছে। ৪৮ বাই ৩৬ ফুট আকারের এই মঞ্চ প্রস্তুতে কয়েক দিন ধরে শ্রমিকরা দিন-রাত কাজ করেছেন। অনুষ্ঠান ঘিরে পুরো এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা; গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে চৌকি ও তল্লাশি পয়েন্ট।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী জানান, সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি আশা করছে দলটি। তার ভাষায়, ২৫ ডিসেম্বরের এই সমাবেশ এলাকা “মহামিলনমেলায়” পরিণত হবে বলে তারা মনে করছেন।