নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এ উপলক্ষে হাসপাতাল এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভিড় এড়াতে হাসপাতালের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মী ও উৎসুক জনতাকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, পুরো হাসপাতাল এলাকাকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেখানে বিজিবি ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। সড়ক ফাঁকা রাখতে হাসপাতালের সামনের অংশ থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য জানান, সকাল থেকেই নেতাকর্মীসহ অনেক মানুষ এলাকায় জমায়েত হচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে হাসপাতালের সামনে ভিড় না করে দূরে অবস্থান নিতে বলা হচ্ছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরেছেন তারেক রহমান। পূর্বাচলের গণসংবর্ধনায় যোগ দেওয়ার পর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মায়ের খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে তিনি এখানেই চিকিৎসাধীন।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। ইমিগ্রেশন শেষে ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর পরিবারের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বুধবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে বৃহস্পতিবার সকালে সিলেট হয়ে ঢাকায় পৌঁছায়।