নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত পুরো পথজুড়ে মোতায়েন থাকবে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সার্বিক নিরাপত্তা কার্যক্রম কেন্দ্রীয়ভাবে তদারকি করা হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদরদপ্তর থেকে।
আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সূত্র জানায়, তারেক রহমানের চলাচলের পথ, বাসভবন ও অফিস এলাকা ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি প্রয়োজনে অতিরিক্ত ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। তার নিরাপত্তায় পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিএনপি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সমন্বিতভাবে কাজ করবে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্যরাত থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি নজরদারি শুরু হয়েছে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত প্রতিটি থানা এলাকায় থাকবে পুলিশি পাহারা ও স্পেশাল স্কট। বর্তমানে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় একাধিক চেকপোস্ট চালু রয়েছে, যা তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে আরও বাড়ানো হতে পারে।
ডিএমপি সদরদপ্তর সূত্র জানায়, তারেক রহমানের নিরাপত্তা কোনো একটি বিভাগ নয়, বরং কেন্দ্রীয়ভাবে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলী জানান, প্রয়োজন অনুযায়ী দায়িত্ব ভাগ করে দিয়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
বিএনপি সূত্রে জানা গেছে, গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসভবনে উঠবেন তারেক রহমান। বাসাটি পুরোপুরি প্রস্তুত না হলে তিনি তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় অবস্থান করবেন। গুলশানের ৮৬ নম্বর রোডে দলের কার্যালয় থেকেই তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করবেন।
এদিকে নিরাপত্তাজনিত কারণে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্র জানায়, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তার প্রত্যাবর্তন ঘিরে বিএনপিও দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।