নিজস্ব প্রতিবেদক :
সিলেট বিভাগের চার জেলায় প্রবাসী ভোটার নিবন্ধনের সংখ্যা অর্ধলাখ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘পোস্টাল বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৩৬ দিনে বিভাগের ৫২ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, প্রবাসী ভোটার নিবন্ধনে সিলেট বিভাগে শীর্ষে রয়েছে সিলেট জেলা। তবে প্রবাসীর সংখ্যার তুলনায় নিবন্ধনের হার এখনও অনেক কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে গত ১৮ নভেম্বর থেকে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ নিবন্ধনের সময়সীমা শেষ হতে বাকি মাত্র দুই দিন।
সিলেট অঞ্চলের প্রায় ১০ থেকে ১২ লাখ প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করলেও মাত্র এক মাসের কিছু বেশি সময়ে নিবন্ধিত সংখ্যাকে আশানুরূপ বলা যাচ্ছে না। ইসির তথ্যমতে, ১৮ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত চার জেলায় মোট ৫২ হাজার ১৪২ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৪৬ হাজার ৮২০ জন এবং নারী ৫ হাজার ৩২২ জন।
জেলাভিত্তিক নিবন্ধনের চিত্র
সিলেট জেলা: ২৫,০৫০ জন (পুরুষ ২১,৯২১, নারী ৩,১২৮), মৌলভীবাজার: ১২,৮৪৩ জন (পুরুষ ১১,৭০০, নারী ১,১৪৩), সুনামগঞ্জ: ৭,৪০৩ জন (পুরুষ ৬,৮৪৬, নারী ৫৫৯), হবিগঞ্জ: ৬,৮১৫ জন (পুরুষ ৬,৩২০, নারী ৪৯২)
নিবন্ধনের শেষ সময় ঘনিয়ে আসায় প্রবাসীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।