নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা মাত্র ৭ ঘণ্টায় ১২ লাখ টাকারও বেশি নির্বাচনী অনুদান সংগ্রহ করেছেন। মঙ্গলবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, “এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
তিনি জানান, মোট লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। তহবিল সংগ্রহের ক্ষেত্রে ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই তহবিল গ্রহণ বন্ধ করা হবে।
তাসনিম জারা আরও জানিয়েছেন, রাতের সময়ে বিকাশে নির্ধারিত লিমিট অতিক্রমের কারণে আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে।
একই সঙ্গে তিনি নির্বাচনী তহবিলের স্বচ্ছতার কথা নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, “আমরা স্বচ্ছভাবে টাকা উত্তোলন ও খরচ করবো। আপনারা স্ক্রিনশট দেখেন, আর্থিক হিসাব আপনাদের সঙ্গে নিয়মিত শেয়ার করা হবে।”