বিনোদন ডেস্ক :
চলচ্চিত্র উৎসবের নতুন নান্দনিকতায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (সিআইএফএফ) ২০২৫। উৎসবের পর্দা উঠবে হংকংয়ের খ্যাতিমান নির্মাতা লি বিন পরিচালিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য বুদ্ধ, দ্য রেড সুজ এন্ড দ্য স্কাইট’-এর জুরি স্ক্রিনিংয়ের মাধ্যমে। সমাপনী প্রদর্শনীতে থাকছে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক ওজস্বী শর্মা পরিচালিত আন্তর্জাতিক পুরস্কারজয়ী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবভ দ্য আওয়াজ’। ৬২টি দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে উৎসবের আন্তর্জাতিক জুরি স্ক্রিনিং শুরু হবে ২৪ ডিসেম্বর এবং চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হবে।
উৎসবে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া ও আফ্রিকাসহ বিশ্বের সব মহাদেশের পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, ডকুমেন্টারি ও মোবাইল ফোনে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘ইনস্টিটিউট ফোকাস’ বিভাগ, যেখানে ২৫টি দেশের ৫০টি ফিল্ম স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এছাড়া ১৮ বছরের কম বয়সী নির্মাতাদের জন্য থাকছে জনপ্রিয় ‘কিডস ফিল্মমেকার’ সেকশন, যা বিশ্বজুড়ে শিশু-কিশোরদের চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি-এর স্মৃতির প্রতি। ৬ষ্ঠ সিআইএফএফ-এর স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘মত ও দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই’। উৎসবের পোস্টারেও স্থান পেয়েছে ওসমান হাদির প্রতিবাদী কণ্ঠস্বরের প্রতিচ্ছবি। উল্লেখ্য, গত বছর পোস্টারে ছিলেন শহীদ আবু সাইদ। সিআইএফএফ-এর প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানান, এবছর থেকেই চালু হচ্ছে ‘হিরালাল সেন আজীবন সম্মাননা’, যা একজন বাংলাদেশি কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং দেশের বাইরে বাংলা ভাষার চলচ্চিত্রে অবদান রাখা একজন কিংবদন্তিকে প্রদান করা হবে।
তিনি আরও জানান, প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের স্মরণে চালু হচ্ছে ‘রিমেম্বার দ্য লিজেন্ড’ কর্নার। এছাড়া এবারের বাংলাদেশ প্যানোরমা উৎসর্গ করা হবে অমর নায়ক সালমান শাহ-কে। পুরস্কার কাঠামোয়ও আসছে পরিবর্তন। সেরা পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য দেওয়া হবে ‘বেঙ্গল টাইগার’ ক্রেস্ট, আর সেরা ডকুমেন্টারির জন্য থাকবে ‘হিলসা ফিস’ ক্রেস্ট। অন্যান্য বিভাগে আগের সিআইএফএফ ট্রফিই বহাল থাকবে।
উল্লেখ্য, নিরপেক্ষ জুরি, আন্তর্জাতিক মানসম্পন্ন চলচ্চিত্র নির্বাচন এবং সর্বোচ্চ দেশের অংশগ্রহণ নিশ্চিত করার কারণে সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইতোমধ্যেই বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে স্বীকৃতি পেয়েছে। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে এটি বাংলাদেশের অবস্থানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুদৃঢ় করছে। ‘বাংলা চলচ্চিত্র বিশ্ব জয় করবে’—এই স্লোগান নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করা সিআইএফএফ-এর প্রথম আসরে অংশ নেয় ৫৪টি দেশের ১৭৭টি চলচ্চিত্র। ধারাবাহিকতায় এবছর ৬ষ্ঠ এডিশনে ৬২টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।