নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে তাকে ডাকা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি সরাসরি পররাষ্ট্রসচিবের দপ্তরে প্রবেশ করেন।
সূত্র অনুযায়ী, বৈঠক শেষে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন। তবে তলবের কারণ বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।
কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হলেও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।