January 9, 2026, 10:25 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

চট্টগ্রামে যানজট কমাতে সিডিএর তিন সড়ক প্রকল্প, ব্যয় ধরা ৪৫৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্ররামের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে ৪ হাজার ৫৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। দুটি সড়ক সম্প্রসারণ ও একটি নতুন সড়ক নির্মাণ প্রকল্প বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সিডিএ সূত্র জানায়, প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে ‘নর্থ সাউথ–১’ নামে একটি নতুন সড়ক নির্মাণ। প্রায় চার কিলোমিটার দীর্ঘ ও ৮০ ফুট প্রশস্ত এই সড়কটি বায়েজিদ–ফৌজদারহাট লিংক রোডের সাউদার্ন ইউনিভার্সিটি এলাকা থেকে শুরু হয়ে বিএডিসি রোড ও জাকির হোসেন সড়ক হয়ে পাহাড়তলী কলেজ অতিক্রম করে আমবাগান সড়কের সঙ্গে সংযুক্ত হবে। এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা, যার মধ্যে ভূমি অধিগ্রহণেই ব্যয় হবে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা।

এ ছাড়া নগরীর গোলপাহাড় মোড় থেকে চট্টেশ্বরী মোড় পর্যন্ত মেহেদীবাগ সড়ক সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ২৫ থেকে ৪০ ফুট প্রশস্ত এই সড়ক প্রকল্প বাস্তবায়নের পর ৬০ ফুটে উন্নীত হবে। এক দশমিক ১৩ কিলোমিটার দীর্ঘ এই সড়ক সম্প্রসারণে মোট ব্যয় ধরা হয়েছে ৩৯৫ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন কাজে ব্যয় হবে ১৬৭ কোটি টাকা এবং ভূমি অধিগ্রহণে লাগবে ২২৮ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে কয়েকটি বহুতল ভবন অপসারণের প্রয়োজন হতে পারে।

আরেকটি প্রকল্পের আওতায় ফিরিঙ্গীবাজার মোড় থেকে সদরঘাট রাজ হোটেল পর্যন্ত কবি নজরুল ইসলাম সড়ক সম্প্রসারণ করা হবে। এই সড়কটির উন্নয়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৫৫ কোটি টাকা, যার মধ্যে ১০৩ কোটি টাকা ভূমি অধিগ্রহণে এবং বাকি অর্থ সড়ক উন্নয়ন কাজে ব্যয় হবে।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম জানান, সিডিএর তিনটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দুটি প্রকল্প সম্প্রতি পাঠানো হয়েছে এবং একটি আগে থেকেই প্রস্তাব আকারে জমা দেওয়া ছিল। অনুমোদন পাওয়া মাত্রই প্রকল্পগুলোর কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, এসব এলাকায় প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করছে সিডিএ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *