নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা চার দিন ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে। এ সময়ে নির্দিষ্ট সময়ের জন্য নিয়ন্ত্রিতভাবে যান চলাচল চালু রাখা হবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত এই ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর থাকবে।
সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ অভিমুখের একটি টিউব ব্যবহার করে উভয়মুখী যান চলাচল নিয়ন্ত্রিতভাবে চালু রাখা হবে।
এ সময় যানবাহনের চাপ অনুযায়ী টানেলের দুই প্রান্তে যাত্রী ও চালকদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ টানেলের নিরাপদ ও কার্যকর পরিচালনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেছে এবং নির্ধারিত সময়ে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে।