নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান স্মৃতিচারণ করে বলেছেন, তিনি ‘দাদু’ বেগম খালেদা জিয়ার পাশে থাকতে চান এবং এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চান।
ফেসবুক পোস্টে জাইমা লিখেছেন, দাদুর সঙ্গে তার ছোটবেলার স্মৃতি তার জীবনের প্রিয় মুহূর্ত। ফুটবল টুর্নামেন্টে মেডেল পাওয়ার পর তিনি সরাসরি দাদুকে তার বিজয়ের গল্প জানাতে গিয়েছিলেন, এবং দাদুর মনোযোগপূর্ণ শ্রবণ ও প্রশংসা তার জন্য আজও বিশেষ। জাইমা উল্লেখ করেছেন, দাদু শুধু পরিবারের জন্যই নয়, লাখো মানুষের জন্য দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তাদের কাছে তিনি ছিলেন ‘দাদু’, একজন মমতাময়ী অভিভাবক।
জাইমা আরও লিখেছেন, বিদেশে কাটানো ১৭ বছর তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে, তবে শিকড় কখনো ভুলেননি। প্রাতিষ্ঠানিক শিক্ষা তাকে শৃঙ্খলা ও জ্ঞান দিয়েছে, আর মানুষের সঙ্গে কাজ করে দায়িত্বশীলতা, সহমর্মিতা এবং ন্যায়বিচারের গুরুত্ব শিখেছেন। তিনি বলেন, “ছোট ছোট কাজের মাধ্যমে দাদু ও আব্বুর বোঝা হালকা করার চেষ্টা করেছি।”
আগামী ২৫ ডিসেম্বর, ১৮ বছরের নির্বাসনের পর জাইমা রহমানের সঙ্গে দেশে ফিরছেন তারেক রহমান। তাদের ফ্লাইট ঢাকায় অবতরণ করবে সকাল ১১টা ৫৫ মিনিটে।