নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভোটার হচ্ছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্ধারিত তারিখে তারেক রহমানের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “আইন ও সংবিধান অনুযায়ী একজন যোগ্য নাগরিক হিসেবে তারেক রহমানের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হবেন।”
বিএনপির শীর্ষ নেতার ভোটার হওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করায় তারেক রহমানের ভোটার নিবন্ধন নিয়ে নানা আলোচনা চলছিল। এই ঘোষণার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা হালনাগাদসহ নাগরিক অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনায় নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রচলিত আইন ও বিধি অনুসরণ করেই ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে বিশেষ সুবিধা বা বঞ্চনার সুযোগ নেই বলেও তারা উল্লেখ করেন। তারেক রহমানের ভোটার হওয়া বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।