January 9, 2026, 10:28 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

মত প্রকাশ নয়, এখন বেঁচে থাকার অধিকার চাইতে হবে: মাহফুজ আনাম

নিজস্ব প্রতিবেদক :

দেশে মত প্রকাশের স্বাধীনতা আজ ভয়াবহ হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেন, “মত প্রকাশ তো এখন অনেক দূরের বিষয়, আমাদের এখন বেঁচে থাকার অধিকার চাইতে হবে।”

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত মব ভায়োলেন্স বিরোধী এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। সভাটির আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ।

মাহফুজ আনাম তার বক্তব্যে সাম্প্রতিক সহিংসতার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমার প্রায় ২৬-২৭ জন সহকর্মী ছাদে আটকে পড়েছিলেন। তাদের আটকে রেখে ফায়ার সার্ভিসকেও আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসতে দেওয়া হয়নি। এটি শুধু ভয় নয়, এটি সরাসরি হত্যার চেষ্টা।”

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় শুধু প্রতিক্রিয়া জানানো যথেষ্ট নয়। সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। “আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি, যাকে বলা যায় ‘অব মার্ডার’। এখন যদি একসঙ্গে না দাঁড়াই, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভা

‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শিরোনামে এই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সম্পাদক পরিষদ ও সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক সংগঠন এবং নাগরিক সমাজের সদস্যরা অংশ নিয়ে মব ভায়োলেন্সের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেন।

প্রতিবাদ সভা শেষে অংশগ্রহণকারীরা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পাশের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে তারা অবিলম্বে মব সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা জোরদারের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *