নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।
মামলার বিবরণ
মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে ২০-৩০ জন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠি ও দাহ্য পদার্থ নিয়ে মিছিল শুরু করে প্রথম আলো কার্যালয়ের দিকে। পুলিশ বাধা দিলে তারা বেআইনিভাবে সেখানে সমবেত হয়ে উত্তেজনাকর স্লোগান দেয়। একই সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও ফোন কলের মাধ্যমে আরও লোক জড়ো করা হয়।
ঘটনার প্রধান আকস্মিকতা:
রাত ১১:৫০ মিনিটে কার্যালয়ের ফটকের কাচ ও শাটার ভেঙে তারা ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। ভবনের সামনের কাচ ভেঙে আসবাবপত্র, মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিচে ফেলে আগুন ধরানো হয়। বিভিন্ন তলার প্রায় ১৫০ কম্পিউটার, ল্যাপটপ, বৈদ্যুতিক সরঞ্জাম, লকারে রাখা নগদ অর্থ এবং প্রকাশনার বইপত্র লুট করা হয়। ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ধ্বংস করা হয়, এবং ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বাধা দেওয়া হয়। সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে সাক্ষ্যপ্রমাণ নষ্ট করা হয়।
প্রথম আলো কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, লুটপাট করা সম্পদের মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা, আর ভাঙচুর, অগ্নিসংযোগ ও অন্যান্য ক্ষতি মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা।