January 7, 2026, 11:03 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

নিরাপত্তা বিবেচনায় তারেক রহমানের ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নিরাপত্তা বিবেচনায় তারেক রহমানের ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

অনলাইন ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটে কেবিন ক্রু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ওই ফ্লাইটে দায়িত্বপ্রাপ্ত দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিমান সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ফ্লাইটের জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য উঠে আসায় ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগের দিন বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ নম্বর ফ্লাইটটি রওনা দেওয়ার কথা। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাও যাত্রী হিসেবে থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট দুই কেবিন ক্রুর সঙ্গে আওয়ামী লীগের নেতাদের একাধিক ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। গোয়েন্দা প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করার পাশাপাশি ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথাও তুলে ধরা হয়।

এ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস বিভাগ জানায়, ওই দুই কেবিন ক্রুর পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে সংশ্লিষ্ট ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সময় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম রিপনকে ওই ফ্লাইটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *