নিজস্ব প্রতিবেদক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তার মরদেহের ময়নাতদন্ত শুরু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।
সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে হাদির মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকাল ৯টা ৪০ মিনিটে মরদেহটি আনুষ্ঠানিকভাবে মর্গে হস্তান্তর করা হয় এবং এরপরই ময়নাতদন্ত কার্যক্রম শুরু হয়।
এ সময় হাসপাতাল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ফিরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি মিছিলসহ মরদেহটি মানিক মিয়া এভিনিউয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে। সেখানে আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হাদির মরদেহ দেশে আনা হয়। এরপর তা সংরক্ষণের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছিল।
শরিফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সারাদেশে শোকের পাশাপাশি ক্ষোভের আবহ বিরাজ করছে। সহযোদ্ধা ও সমর্থকরা ঘটনার দ্রুত বিচার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছেন।