স্পোর্টস ডেস্ক :
নিউজিল্যান্ডের ৫৭৫ রানের পাহাড়ের সামনে কঠিন অবস্থার মধ্যেও ওয়েস্ট ইন্ডিজ লড়াই থামায়নি। টপ অর্ডারের ব্যাটসম্যানদের ধারাবাহিকতায় কেভেম হজের সেঞ্চুরিয়ে দলের রান দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৮১, তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের থেকে ১৯৪ রানে পিছিয়ে।
৩২ বছর বয়সী হজ প্রায় এক বছর পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে টেস্টে ফিরেছেন। আগের ১৫ ইনিংসে মাত্র দু’বার ত্রিশের ঘর পার হওয়ার পর, দ্বিতীয় ম্যাচেই তিনি দলের ত্রাতা হয়ে উঠলেন। দিনের শেষে হজ অপরাজিত ১০৯ রান করে দলের লড়াই ধরে রাখেন।
তবে দুই উইকেটের অনিশ্চয়তা ওয়েস্ট ইন্ডিজের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ শাই হোপ পুরো দিন ব্যাটিংয়ে অংশ নেননি, আর প্রথম দিনে হ্যামস্ট্রিং চোটে পড়া কেমার রোচও খেলতে পারবেন কি না তা অজানা।
দিনের খেলায় হজ অ্যানডারসন ফিলিপ, তেভিন ইমলাচ, আলিক আথানেজ ও জাস্টিন গ্রিভসের সঙ্গে যথাক্রমে ৬১–৮১ রান জুটি গড়েন। ৯৯ রানের পরে স্কয়ার লেগ বাউন্ডারি মেরে হজ দ্বিতীয় সেঞ্চুরি করেন, যা ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ড্রয়ের সম্ভাবনা ধরে রাখতে সাহায্য করছে।