নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উদ্দেশে নেওয়া হচ্ছে। মসজিদের পাশে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের নিকট তাকে দাফন করা হবে।
শনিবার দুপুরে জানাজা শেষে হাদির লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেয়। এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ জানান, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে শহীদ হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক শরীফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ দেশে পৌঁছায় এবং পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি এবং উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানেই তিনি শহীদ হন।